খুলনা | মঙ্গলবার | ১৪ জানুয়ারী ২০২৫ | ১ মাঘ ১৪৩১

কৃতি ফুটবলার খোকনের ইন্তেকাল, ব্রাদার্স ইউনিয়নের শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:১৮ এ.এম | ১২ জানুয়ারী ২০২৫


খুলনা ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের খুলনার কৃতি ফুটবলার দিদারুজ্জামান খোকন ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। শনিবার সকাল ১০টায় নগরীর আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শনিবার বাদ আছর রূপসা উপজেলার যুগীহাটি গ্রামের মোল­াবাড়ি জামে মসজিদে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।      
কৃতি এই ফুটবলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন আহবায়ক হাছান মেহেদী রিজভী, সদস্য সচিব আদিলুজ্জামান আদিল, সদস্যরা মোঃ মোস্তাফিজুর রহমান নবাব, এস এম আল বেলাল, মোঃ শাহজাহান শেখ, হাজী শওকত আলী, সাহিদুল ইসলাম সাঈদ, জাবেদ এলাহী, হাজী মোঃ আশফাক মামুন ইমন, মোঃ হেলালুর রহমান হেলাল ও মোঃ মাহমুদ আলী মাবুসহ সকল খেলোয়াড়বৃন্দ।

্রিন্ট

আরও সংবদ