খুলনা | বৃহস্পতিবার | ১৬ জানুয়ারী ২০২৫ | ৩ মাঘ ১৪৩১

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাসউদ ও সমন্বয়ক রাসেলকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ

খবর প্রতিবেদন |
১২:৩৮ এ.এম | ১২ জানুয়ারী ২০২৫


চট্টগ্রামের ওয়াসা মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ও সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ উঠেছে।

শনিবার বিকেলে নগরের ওয়াসা মোড়ে একটি অফিসে এ ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে রাসেল আহমেদ বলেন, ‘ছাত্রলীগ নিয়ন্ত্রিত “ডট গ্যাং” নামের একদল লোক ওই হামলা চালিয়েছে। আমি, মাসউদসহ বেশ কয়েকজন অফিসে অবস্থান করছিলাম। এমন সময় ডট গ্যাংয়ের সদস্যরা ওই অফিস অবরুদ্ধ করে হামলা চালায়। এতে আমরা বেশ আতঙ্কিত হয়ে পড়ি।’

ঘটনার বর্ণনা দিয়ে আজ রাত সাড়ে ৮টার দিকে নগরের প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অবরুদ্ধ ও হামলার ঘটনার বিস্তারিত বর্ণনা দেন তাঁরা।

চট্টগ্রাম নগর দক্ষিণ জোনের উপকমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেন, ‘ওয়াসা মোড়ে হামলার ঘটনা শুনেছি। থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রামে পথসভা, জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিকাল ৩টায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা করে লিফলেট বিতরণ ও জনসংযোগ শুরু করেন তারা। পরে পথসভায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও সমন্বয়ক রাসেল আহমেদ।

এতে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেন, ‘জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আমরা সরকারকে আলটিমেটাম দিয়েছি। আশা করি সরকার ১৫ জানুয়ারির মধ্যেই জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করবে। জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে আগ্রগামী ভূমিকা রাখবে। দেশি-বিদেশি অনেক শক্তি চায় না জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হোক।
 

্রিন্ট

আরও সংবদ