খুলনা | মঙ্গলবার | ১৪ জানুয়ারী ২০২৫ | ১ মাঘ ১৪৩১

তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবলে দিঘলিয়া ও আড়ংঘাটা ফাইনালে

দিঘলিয়া প্রতিনিধি |
১২:১৮ এ.এম | ১৩ জানুয়ারী ২০২৫


তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ দলীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলায় দিঘলিয়া ও গাজীরহাট ইউনিয়ন একাদশ ফাইনালে উঠেছে।   রোববার সকাল ১০টায় উপজেলার পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার দ্বিতীয় দিনের প্রথম খেলায় দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ গাজিরহাট ইউনিয়ন একাদশকে পরাজিত ফাইনালে উত্তীর্ণ হয়। 
অপর খেলায় সেনহাটি ইউনিয়নকে পরাজিত করে আড়ংঘাটা একাদশ  ফাইনালে উত্তীর্ণ হয়। এ দু’টি দলের অংশগ্রহণে আজ সকাল ১০টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 
খেলা চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল­াহ কামাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান, সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম প্রমুখ। খেলা শেষে উপস্থিত সকলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

্রিন্ট

আরও সংবদ