খুলনা | মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২

ভ্যাট-শুল্কের উপর কর বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি আমরা বৃহত্তর খুলনাবাসীর

খবর বিজ্ঞপ্তি |
১২:২১ এ.এম | ১৩ জানুয়ারী ২০২৫


চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট-শুল্কের কর বৃদ্ধির সিদ্ধান্ত মানুষের জীবন যাত্রার ব্যয় আরো বাড়বে। শুধুমাত্র নির্বাহী আদেশে এভাবে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর ঘটনা নজির বিহীন। এর ফলে মানুষের দৈনন্দিন খরচের উপর চাপ পড়বে, সে কারনে আমরা বৃহত্তর খুলনাবাসীর সভাপতি মোহাম্মদ আরিফ ও সাধারণ সম্পাদক সরদার আবু তাহের এক যৌথ বিবৃতিতে কর বৃদ্ধির সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানিয়ে দ্রুত প্রত্যাহারের দাবি করেছেন।
নেতৃবৃন্দ বলেন ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ায় অনেকেই নিত্যপণ্যের দাম কমবে আশায় বুক বেঁধে ছিলেন। কিন্তু চাল, ডাল, গ্যাস, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত, ঠিক সেই সময় শুল্ক কর বৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবন আরো দুর্বিষহ করে তুলবে। তাই সাবিক অবস্থা বিবেচনা পূর্বক নেতৃবৃন্দ শুল্ক কর বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের পাশাপাশি সারাদেশে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানান।

্রিন্ট

আরও সংবদ