খুলনা | মঙ্গলবার | ১৪ জানুয়ারী ২০২৫ | ১ মাঘ ১৪৩১

বড় চমক রেখে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা পাকিস্তানের

ক্রীড়া প্রতিবেদক |
০১:৩৭ পি.এম | ১৩ জানুয়ারী ২০২৫


আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারের আসরের খেলা অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফি। তাই টুর্নামেন্ট আয়োজনে যেমন সেরাটা দিতে প্রস্তুত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তেমনি মাঠের লড়াইয়েও সেরাটা দিতে প্রস্তুত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিপর বর্তমান চ্যাম্পিয়নরা।

আসন্ন এই টুর্নামেন্টকে সামরে রেখে বেশ চমক জাগানিয়া স্কোয়াড ঘোষণা করলো পিসিবি। তাদের ঘোষিত ১৮ সদস্যের দলে জায়গা মিলেছে ফখর জামানের। বড় চমক হিসেবে রয়েছে ইমাম উল হক।

অভিজ্ঞতা বিবেচনায় দলে ফেরানো হয়েছে এই দুই ক্রিকেটারকে। তবে দলে জায়গা পাননি ইনফর্ম ব্যাটার সায়েম আয়ুব। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে চোট পান তিনি। জানা গিয়েছে, আপাতত ছ’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলে জায়গা হয়নি তার।

পাকিস্তানের প্রাথমিক দল— মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, তৈয়ব তাহির, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম, মোহাম্মদ হাসনাইন, আবদুল্লাহ শফিক, নাসিম শাহ, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ, কামরান গুলাম, সালমান আলি আঘা, ইমাম উল হক, ফখর জামান, হাসিব উল্লাহ, আব্বাস আফ্রিদি।

্রিন্ট

আরও সংবদ