খুলনা | মঙ্গলবার | ১৪ জানুয়ারী ২০২৫ | ১ মাঘ ১৪৩১

তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে আফগানিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক |
০২:১৩ পি.এম | ১৩ জানুয়ারী ২০২৫


আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫। এবারের আসরের খেলা অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিকে ঘিরে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক স্পিনার মুজিব উর রহমানের দলে জায়গা না পাওয়া।

আজ রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় স্কোয়াড ঘোষণা করেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলে ফিরেছেন দীর্ঘদিন চোটের কারণে বাইরে থাকা ডানহাতি ওপেনার ইব্রাহিম জাদরান। হাশমতউল্লাহ শহিদির নেতৃত্বাধীন দলে ডাক পেয়েছেন নুর আহমাদও। প্রায় এক বছর ধরে ওয়ানডে দলের বাইরে তিনি।

এবারই প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আফগানিস্তান। তবে আসন্ন এ আসরের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি মুজিব উর রহমানের। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন। কিন্তু এবার তাকে বাদ দেয়া হয়েছে।

চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ম্যাচে আগামী ২১ ফেব্রুয়ারি করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। গ্রুপ পর্বে তাদের পরের দুই ম্যাচ ২৬ ও ২৮ ফেব্রুয়ারি, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লাহোরে।

আফগানিস্তান স্কোয়াড : ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, হাশমতউল্লাহ শহীদি, রহমত শাহ, ইকরামআলী খিল, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, মোহাম্মদ গাজানফার, নূর আহমদ, ফজলহক ফারুকি, ফরিদ মালিক এবং নাভিদ জাদরান।  

রিজার্ভ : ডারউইশ রাসূলি, নাঙ্গেলিয়া খারোটে, বিলাল সামি 

্রিন্ট

আরও সংবদ