খুলনা | মঙ্গলবার | ১৪ জানুয়ারী ২০২৫ | ১ মাঘ ১৪৩১

যশোরে দিন-দুপুরে আ’লীগ নেতা-কর্মীদের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২৭ এ.এম | ১৪ জানুয়ারী ২০২৫


যশোর শহরে আ’লীগ নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল আয়োজন করেন সোমবার দুপুরে। মিছিলটি শহরের আইনজীবী সমিতির এক নম্বর ভবনের সামনে থেকে শুরু হয়ে দড়াটানায় গিয়ে শেষ হয়। জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবুর নেতৃত্বে মিছিলটিতে আ’লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।  
শেখ আতিকুর বাবু জানান, সারাদেশে হত্যা, ক্যু, আ’লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা, সন্ত্রাস, নৈরাজ্য এবং ‘৭২-এর সংবিধান নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলটি আয়োজন করা হয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ