খুলনা | মঙ্গলবার | ১৪ জানুয়ারী ২০২৫ | ১ মাঘ ১৪৩১

সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে বিএসএফ’র ৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২৮ এ.এম | ১৪ জানুয়ারী ২০২৫


সাতক্ষীরা সীমান্তের বিপরীতে চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার ভোরে সদর উপজেলার ভোমরা সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গার শিবতলা এলাকায় এ গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে স্থানীয়রা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।
গুলি ছোড়ার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা বলেন, এটা ভারতের অভ্যন্তরের ঘটনা। এর সঙ্গে সাতক্ষীরা সীমান্তের কোনো সম্পর্ক নেই। স্থানীয় বাসিন্দা লুৎফর রহমানসহ আরও অনেকে জানান, ফজরের নামাজের সময় সীমান্তের ওপারে ঘোজাডাঙ্গার শিবতলা এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনেন তারা। এ ঘটনার সীমান্তে বসবাসকারিদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। 
সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, বিএসএফ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এগুলো মূলত সাউন্ডগানের গুলি। এটি তাদের দেশের অভ্যন্তরের ঘটনা। এতে সীমান্ত এলাকায় বসবাসকারি বাংলাদেশীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এদিকে ভোমরার ল²ীদাড়ি সীমান্ত এলাকার নজরুল ইসলাম ও নাজমুল হোসেন নামে দুই ব্যক্তি নিজেদের জমিতে গত শনিবার সকালে চাষাবাদ করতে গেলে বাধা দেয় বিএসএফ। এ নিয়ে রোববার সাতক্ষশীরার ভোমরা সীমান্তে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করে বিজিবি-বিএসএফ। বৈঠকে সিদ্ধান্ত হয় যে, আপাতত বিবাদমান জমিতে চাষাবাদ বন্ধ থাকবে। দু’দেশ যৌথভাবে জমি মাপার পর এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত হবে।

্রিন্ট

আরও সংবদ