খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

ডুমুরিয়ায় ইউপি সদস্যর শাস্তির দাবিতে থানায় ইমাম পরিষদ

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৩৩ পি.এম | ১৪ জানুয়ারী ২০২৫


ডুমুরিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোশারাফ হোসেন নামে এক ইমামকে মারপিট করেছে মফিজুল গাজী নামে এক ইউপি সদস্য। ৪ জানুয়ারি উপজেলার শিবপুর বাদুরগাছা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ন্যায় বিচারের দাবিতে উপজেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দ মঙ্গলবার দুপুরে থানা পুলিশের দ্বারস্ত হন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘটনার দিন সকালে ইমাম পরিষদের সদস্য মোশারাফ হোসেনকে তার জমিতে পানি সেচ কাজে বাঁধা দেয় স্থানীয় ইউপি সদস্য মফিজুল ইসলাম গাজী। এ ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে মোশাররফ হোসেন আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনা প্রসঙ্গে উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোস্তাক আহমেদ জানান ইমাম পরিষদের সদস্য মোশারাফের উপর হামলার ঘটনায় ইউপি সদস্য মফিজুল কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা পুলিশের দ্বারস্থ হয়েছি।এ সময় উপস্থিত ছিলেন মুফতি আব্দুল কাইয়ুম জমাদার, মাওলানা মনিরুল ইসলাম, শরীফ আহম্মেদ, হাফেজ শহিদুল ইসলাম, মুফতি আবু সাঈদ, মাহফুজুর রহমান, অলিউল­াহ রহমান, মাওলানা মুজাহিদুর রহমান, হাফেজ মিজানুর রহমান, আবুল বাসারসহ অনেকে।
 

্রিন্ট

আরও সংবদ