খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

মোল্লাহাটে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

মোল্লাহাট প্রতিনিধি |
১১:৩৪ পি.এম | ১৪ জানুয়ারী ২০২৫


মোল্লাহাটে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যের আলোকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত¡াবধানে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার বিকাল ৩টায় পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম জুয়েল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীবৃন্দ। 

্রিন্ট

আরও সংবদ