খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

সাংবাদিক মানিক চন্দ্র সাহার ২১তম মৃত্যুবার্ষিকী আজ : নানা কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৯ এ.এম | ১৫ জানুয়ারী ২০২৫


খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিক চন্দ্র সাহার ২১তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বেলা ১১টায় খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন। এরপর ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
প্রেসক্লাবের সকল স্থায়ী ও অস্থায়ী সদস্যদের এ সকল কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন ক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
খুলনা সাংবাদিক ইউনিয়নের কর্মসূচি : এদিকে সাংবাদিক মানিক চন্দ্র সাহার ২১তম হত্যাবার্ষিকী উপলক্ষে বুধবার ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। খুলনা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যদের এ সকল কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি মোঃ সায়েদুজ্জামান সম্রাট ও সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন। 
সিপিবি খুলনা : অপর দিকে সাবেক কমিউনিস্ট পার্টির সদস্য, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা সাংবাদিক কমরেড মানিক সাহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৪টায় কমিউনিস্ট পার্টির উদ্যোগে দলীয় কার্যালয় হতে মিছিল সহকারে প্রেসক্লাবে মানিক সাহার স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন এবং সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনাসভা অনুষ্টিত হবে। অনুষ্ঠানাদিতে পার্টির সকল নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

্রিন্ট

আরও সংবদ