খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

রূপসায় বিভাগীয় কমিশনার

বাংলাদেশকে বৈষম্যহীন, ক্ষুধা, মাদক ও দুর্নীতিমুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে

রূপসা প্রতিনিধি |
১১:৫৬ পি.এম | ১৫ জানুয়ারী ২০২৫


খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেছেন বাংলাদেশকে বৈষম্যহীন ক্ষুধামুক্ত, মাদকমুক্ত এবং দুর্নীতিমুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্নীতি এবং মাদক সমাজের এক ভয়ঙ্কর অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।এ বিষয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির উর্ধ্বে থেকে একনিষ্ঠভাবে কাজ করতে হবে। যুব স¤প্রদায়কে স্মার্ট ফোনের আসক্ত এবং মাদকের করাল গ্রাস থেকে বেরিয়ে এসে ক্রীড়া চর্চায় মগ্ন হতে হবে। তিনি বলেন সমাজকে সুস্থ রাখতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। সরকারের একার পক্ষে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করা সম্ভব নয়। এজন্য দল মত নির্বিশেষে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুগোপযোগী ভূমিকা পালন করতে হবে। 
তিনি গতকাল বুধবার বিকেলে রূপসায় আঞ্জুমান মফিদুল ইসলাম ঢাকার উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। ইলাইপুরস্থ আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কেন্দ্রে সাবেক যুগ্ম-সচিব এস এম হারুনার রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ, উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী, মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা, রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম পলাশ, নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব দিদারুল ইসলাম দিদার, আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের সদস্য সচিব এস এম আরিফুল ইসলাম রিপন, রূপসা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, এড. মোঃ শফিউল আলম সুজন, মিজানুর রহমান ডিকেন, এড. বিল্লাল হোসেন, শাহ মোঃ আব্দুল হাই, জেলা তাতী দলের যুগ্ম-আহŸায়ক এস এম সাইফুল ইসলাম রিমন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এস এম মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন লিপন প্রমুখ। 
এরপর বিভাগীয় কমিশনার উপজেলা প্রশাসন আয়োজিত তারুণ্যর উৎসব-২০২৫ উপলক্ষে নৈহাটি ইউনিয়ন পরিষদে বিভিন্ন ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লবিবুল ইসলাম, সেক্রেটারি মোঃ হাবিবুল্লাহ ইমন, ঘাটভোগ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক এস এম আঃ মালেক, নৈহাটি ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াছ শেখ, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান মাসুম শেখ, ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম পাইক, জাহিদুল ইসলাম রবি, বাশির আহম্মেদ লালু, খান মেজবা উদ্দিন সেলিম, আঃ কাদের প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ