খুলনা | বুধবার | ২২ জানুয়ারী ২০২৫ | ৯ মাঘ ১৪৩১

শিক্ষাবিষয়ক প্রকল্পেও ধীরগতি

|
১২:০৬ এ.এম | ১৬ জানুয়ারী ২০২৫


অতীতে লক্ষ্য করা গেছে, সরকারের নানা উদ্যোগ সত্তে¡ও নির্ধারিত সময়ে বিভিন্ন প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হয়নি। ধীরগতি বিরাজ করছিল শিক্ষার মান উন্নয়ন প্রকল্পেও। জানা যায়, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন’ প্রকল্পের তৃতীয় সংশোধনী প্রস্তাব করা হয়েছে পরিকল্পনা কমিশনে। পাঁচ বছরের এ প্রকল্পে সাড়ে ১২ বছরে গত জুন পর্যন্ত ব্যয় হয়েছে ৪৫৯৪ কোটি ৩৩ লাখ ৩ হাজার টাকা। এখনো বাকি ৮০৪টি কলেজে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের কাজ। এ অবস্থায় আগামী জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতেও শতভাগ বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। নির্ধারিত মেয়াদে শেষ না হওয়ায় প্রকল্পের খরচ বেড়ে যায়; প্রকল্প থেকে যে সুবিধা পাওয়ার কথা তা দেরিতে পাওয়া যায়। যেহেতু প্রকল্পটি শিক্ষাসংশ্লিষ্ট, সেহেতু এ প্রকল্পে ধীরগতির বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। 
প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ছিল ২৩৮৭ কোটি ৭০ লাখ টাকা। প্রথম সংশোধনীর মাধ্যমে মোট ব্যয় করা হয়েছিল ৫৫৪৭ কোটি ৭৪ লাখ টাকা। এতেও বাস্তবায়ন কাজ শেষ না হওয়ায় প্রকল্পটির দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে কিছুটা বাড়িয়ে ব্যয় ধরা হয় ৫৫৬৮ কোটি ৬০ লাখ টাকা। তৃতীয় সংশোধনী প্রস্তাবে ৫৪১৬ কোটি ৮৪ লাখ ১২ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এ প্রকল্পের সংশোধনের মূল কারণ হিসাবে বলা হয়েছে-মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ও আইসিটি ল্যাব স্থাপন, শ্রেণিকক্ষের বিভিন্ন পূর্তকাজ ও আসবাবপত্র, বৈজ্ঞানিক সরঞ্জামাদির মেরামত ও সংরক্ষণ এবং ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়নে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য প্রকল্প দলিল সংশোধন ও সমন্বয় করা প্রয়োজন। এছাড়া মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের জন্য নির্ধারিত সমন্বিত হার্ডওয়্যার প্রতিস্থাপন, প্রকল্পভুক্ত ১৬১০টি কলেজের মধ্যে কাজ বাকি আছে এমন ৮০৪টি কলেজে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের জন্য বরাদ্দকৃত উপকরণগুলো পরিবর্তন করা প্রয়োজন। টেকসই প্রযুক্তিগত শিক্ষার ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে প্রকল্পটি ২০১২ সালে একনেকে অনুমোদন পেয়েছিল। উলে­খিত প্রকল্পটিসহ এ খাতের সব প্রকল্প সময়মতো বাস্তবায়িত না হলে শিক্ষার লক্ষ্য অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে। শিক্ষার্থীরা যাতে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়, সেজন্য যা করণীয়-সবই করতে হবে।

্রিন্ট

আরও সংবদ