খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

ডুমুরিয়ায় অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রুদাঘরা চ্যাম্পিয়ন

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:০৯ এ.এম | ১৬ জানুয়ারী ২০২৫


ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী বুধবার ডুমুরিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ও রূদাঘরা ইউনিয়ন ফুটবল দলের মধ্যকার খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে রূদাঘরা ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল­াহ বায়েজিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান মোল­া কবির হোসেন প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ