খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

৩য় বিভাগ ক্রিকেট লীগে এএমকেসি’র জয়

ক্রীড়া প্রতিবেদক |
১২:১০ এ.এম | ১৬ জানুয়ারী ২০২৫


খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও এবি ব্যাংক পিএলসি এর পৃষ্ঠপোষকতায় “এবি ব্যাংক সিরাজ স্মৃতি ৩য় বিভাগ ক্রিকেট লীগে জয় পেয়েছে এএমকেসি। বুধবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৫ উইকেটে হারিয়েচে ভিক্টোরী ক্রিকেট একাডেমিকে। 
প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করে। দলের পক্ষে তন্ময় সর্বোচ্চ ৭৬ রান করে। এ এম কে সি এর রাব্বি ৪৪ রানে ২ উইকেটে লাভ করে। জবাবে এ এম কে সি ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৫ রান করে। দলের পক্ষে তরিকুল সর্বোচ্চ ৮৫ ও রাসেল অপরাজিত ৭৯ রান রান করে। ভিক্টোরী ক্রিকেট একাডেমীর তন্ময় ১৩ রানে ২ উইকেট করে লাভ করে। আজ বৃহস্পতিবার নজরুল টাওয়ার ক্রিকেট ক্লাব বনাম সিদ্দিকীয়া তরুণ সংঘ মুখোমুখি হবে।

্রিন্ট

আরও সংবদ