খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

সিপিবি’র সাবেক নেতা সাংবাদিক মানিক সাহার ২১তম হত্যাবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি |
০১:২৯ এ.এম | ১৬ জানুয়ারী ২০২৫


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সম্পাদকমণ্ডলীর সাবেক সদস্য, একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক কমরেড মনিক চন্দ্র সাহার ২১তম হত্যাবার্ষিকী পালন করা হয়েছে। এ লক্ষ্যে বুধবার বিকেলে সিপিবি খুলনা জেলা কমিটির উদ্যোগে নগরীতে শোভাযাত্রা, খুলনা প্রেসক্লাবে শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ও মহানগর সভাপতি শ্রমিক নেতা কমরেড এইচ এম শাহাদৎ, যুব ইউনিয়ন মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি নাহিদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন কমরেড শেখ আব্দুল হান্নান, কমরেড মিজানুর রহমান বাবু, কমরেড এড. নিত্যানন্দ ঢালী, গাজী কমরেড আফজাল হোসেন, কমরেড এড. প্রীতিষ মন্ডল, মানিক সাহার অনুজ কমরেড প্রদীপ সাহা, এড. সন্দীপ রায়, বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, কমরেড পলাশ দাশ, কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, কমরেড ফজলুর রহমান, কমরেড সাইদুর রহমান বাবু, আফজাল হোসেন রাজু, সুদীপ্ত মন্ডল প্রমুখ। এই সময় কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে। সন্ধ্যায় ছাত্র ইউনিয়ন শহিদ বেদীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে।

্রিন্ট

আরও সংবদ