খুলনা | সোমবার | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | ২১ মাঘ ১৪৩১

কয়রায় দুই মণ হরিণের মাংস উদ্ধার, নৌকাসহ সরঞ্জাম জব্দ

কয়রা প্রতিনিধি |
০১:৩৪ এ.এম | ১৬ জানুয়ারী ২০২৫


সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে ২ মণ (৮০ কেজি) হরিণের মাংস উদ্ধার করেছে। এ সময় ১টি নৌকাসহ হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। জানা গেছে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলামের দিক নির্দেশনায় গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদিকুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে সত্যপীরের ভারানী এলাকা হতে এই হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযান টের পেয়ে হরিণ শিকারীরা গহীন সুন্দরবনে পালিয়ে যায়। 
খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন ও বন্যপ্রাণী ( সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে বন বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুন্দরবনে হরিণ শিকারীদের আটক করতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এই মাংস উদ্ধার করা হয়। এ সকল  অভিযানে বিভিন্ন সময় হরিণ ধরার ফাঁদসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। হরিণ শিকারের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বন মামলায় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এ অভিযান চলমান রয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ