খুলনা | সোমবার | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | ২১ মাঘ ১৪৩১

খুলনা হর্টিকালচার সেন্টারের কর্মকর্তা নৃপেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

এন আই রকি |
০১:৩৬ এ.এম | ১৬ জানুয়ারী ২০২৫


খুলনার দৌলতপুরের হর্টিকালচার সেন্টারের উদ্যান কর্মকর্তা নৃপেন্দ্র কিশোর মন্ডলের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে। এ বিষয়ে একাধিক কর্মকর্তা ও কর্মচারী ঊর্ধ্বতন মহলে লিখিত অভিযোগও করেছেন। প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজে বাধা, অশালীন আচরণ, শারীরিক নির্যাতনসহ নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তদন্ত কমিটি তার বিরুদ্ধে তদন্ত করার পর ‘সি’ ক্যাটাগরির হর্টিকালচার থেকে স¤প্রতি তাকে ‘এ’ ক্যাটাগরির হর্টিকালচারে বদলি করার পর কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, উদ্যান কর্মকর্তা নৃপেন্দ্র কিশোর মন্ডল খুলনার টাউন হর্টিকালচার সেন্টারে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে হর্টিকালচার সেন্টারের নার্সারীর তত্ত¡াবধায়কের নিকট অন্তত ছয়জন কর্মকর্তা ও কর্মচারি লিখিত ভাবে নানান বিষয়ে অভিযোগ করেন। এসব অভিযোগের মধ্যে অনিয়মিত শ্রমিকদের শারীরিক ভাবে লাঞ্ছিত করা, চাকুরি থেকে বের করে দেওয়া, নারী কর্মচারীদের সাথে অশালীন আচরণ, কর্মচারীদের গালিগালাজসহ প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে বাধা দেওয়ার বিষয়গুলো উপস্থাপন করা হয়। 
এসব ঘটনা খুলনা টাউন হর্টিকালচারের তৎকালীন নার্সারী তত্ত¡াবধায়ক মাসুমা ইয়াসমিন খামারবাড়ির কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইংয়ের পরিচালকের নিকটও লিখিত ভাবে বিষয়টি অবগত করেন। এরপর গত বছরের মাঝামাঝি সময়ে উদ্যান কর্মকর্তা নৃপেন্দ্র কিশোর মন্ডলের বিরুদ্ধে আনা অভিযোগর তদন্ত করা হয়। বাগেরহাটের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মোতাহার হোসেনসহ তিন সদস্যের একটি টিম অভিযোগ তদন্ত করেন। এমনকি উদ্যান কর্মকর্তা নৃপেন্দ্র কিশোর মন্ডলকে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অফিসে গিয়ে তাকে সতর্কও করেছিলেন। পরবর্তীতে তাকে খুলনার বাইরে বদলি করা হলেও স¤প্রতি প্রায় এক মাস আগে আলোচিত দৌলতপুর হর্টিকালচার সেন্টারে বদলি হয়ে এসেছেন। পারিবারিক একটি কারণ দেখিয়ে তিনি ফের খুলনায় এসেছেন বলে জানা গেছে। আলোচিত এত ঘটনার পর ‘সি’ ক্যাটাগরির হর্টিকালচার থেকে তাকে ‘এ’ ক্যাটাগরির হর্টিকালচার সেন্টারে বদলি করায় অফিসে সকলের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। 
এ বিষয়ে উদ্যান কর্মকর্তা নৃপেন্দ্র কিশোর মন্ডল জানান, আমার বিরুদ্ধে কেন এত লোক অভিযোগ করেছে আমি জানি না। এই বিষয়ে তদন্ত হয়েছে। সব অভিযোগই মিথ্যা ও বানোয়াট বলে তিনি দাবি করেন। দৌলতপুর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ সঞ্চয় কুমার দাস বলেন, স¤প্রতি নৃপেন্দ কিশোর মন্ডল এখানে এসেছে। তবে তিনি খুলনা টাউন হর্টিকালচার সেন্টারে থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে অনেক অভিযোগ হয়েছিল এবং সেটার তদন্তও হয়েছিল বলে জানান।

্রিন্ট

আরও সংবদ