খুলনা | শনিবার | ১৮ জানুয়ারী ২০২৫ | ৫ মাঘ ১৪৩১

গাড়ি জোটেনি ভাগ্যে, সাইফকে অটোয় করে হাসপাতালে নেন ছেলে

খবর বিনোদন |
০২:২৬ পি.এম | ১৬ জানুয়ারী ২০২৫


বলিউড তারকা ও নবাব পরিবারের সদস্য সাইফ আলী খানের ছুরিকাঘাতের ঘটনা রাষ্ট্র হয়েছে। এবার বেরিয়ে আসছে একের পর নতুন তথ্য। তারই ধারাবাহিকতায় জানা গেল, ছুরিকাঘাতের পর অটোয় করে হাসপাতালে নেওয়া হয় সাইফকে। জোটেনি গাড়ি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, ঘটনার পর সাইফের ছেলে ইব্রাহিম নাকি বাড়ির সব গাড়ির খোঁজ করেন, কিন্তু যাওয়ার জন্য কোনোটাই পাননি। গাড়ির চালকদের হাঁকডাক করে ঘুম থেকে তুলে নিতে দেরি হয়ে যেত পারে।

সাইফ-কারিনার বান্দ্রার বাসভবন থেকে হাসপাতাল প্রায় ২ কিলোমিটার। তাই কোনো উপায় না দেখে অটোয় করেই বাবাকে নিয়ে হাসপাতালে ছোটেন ইব্রাহিম। ঘটনার রাতে করিনার যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানেই অভিনেত্রীকে দেখা গেল, অটো-রিকশার পাশে উদভ্রান্তের মতো এদিক-ওদিক করতে।

এদিকে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। কিন্তু সেখানে বুধবার রাতে ওই ঘটনার দুই ঘণ্টা আগ পর্যন্ত কাউকে বাড়িতে ঢুকতে দেখা যায়নি। মনে করা হচ্ছে, দুপুরেই দুষ্কৃতিকারী বাড়িতে ঢুকে বসেছিল। তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

্রিন্ট

আরও সংবদ