খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

খুলনায় রেস্তোরাঁর মালিক সমিতির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |
১২:৪১ এ.এম | ১৭ জানুয়ারী ২০২৫


হোটেল রেস্তোরাঁর অতিরিক্ত ভ্যাট শতকরা ৩ ভাগ এবং সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকালে নগরীর শিববাড়ি মোড়ে মানববন্ধন করেছে খুলনা জেলা রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ ও কর্মচারীরা। সংগঠনের সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন মহাসচিব মুহাম্মদ ওমর ফারুক ও যুগ্ম-সচিব জাহিদ আদর। এসময় নেতৃবৃন্দ ৮দফা দাবি উপস্থাপন করেন। তারা বলেন, গত কয়েক বছরে বিভিন্ন খাতে অতিরিক্ত ভ্যাট ধার্য করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে রেস্তোরাঁ মালিকরা। কর্মচারীদের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তাই বাড়ি ভাড়ার ১৫ শতাংশ, সম্পূরক শুল্ক ১০ শতাংশসহ সব ধরনের অতিরিক্ত ভ্যাট দাবি জানান তারা। এছাড়াও হোটেল রেস্তোরাঁর ভ্যাট ৫ শতাংশকে কমিয়ে ৩ শতাংশ করার দাবি তাদের।   

্রিন্ট

আরও সংবদ