খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

মোটরসাইকেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

কালীগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |
১২:৪৪ এ.এম | ১৭ জানুয়ারী ২০২৫


ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে চাইনিজ কুড়াল ও লোহার রড উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার বারবাজার ফাঁড়ি পুলিশ ঘোপপাড়া নামক সড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। 
আটক ডাকাত দলের সদস্যরা হলো-ঝিনাইদহের হামদহ পুলিশ লাইন পাড়ার রনি বিশ্বাস (২২), বিসিক শিল্প নগরী এলাকার জনি মন্ডল (২৫) ও পোড়াহাটি গ্রামের আকাশ শেখ (২১)। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার বাদী বারবাজার ফাড়ির ইনচার্জ জাকারিয়া মাসুদ এজাহারে উলে­খ করেছেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একদল ডাকাত অস্ত্র-শস্ত্র নিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে তিনিসহ পুলিশ ফোর্স ঘোপপাড়া নামক সড়কে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে গেলে ৩ জন ডাকাতকে হাতে নাতে ধরে ফেলে। তাদের নিকট থেকে একটি চাইনিজ কুড়াল ও লোহার রড উদ্ধারসহ একটি  মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতদের রাতেই কালীগঞ্জ থানাতে সোপর্দ্দ করা হয়। এ ঘটনায় আটক ৩ জন সহ অজ্ঞাত আরো ৩/৪ জনের নামে থানাতে একটি মামলা দায়ের করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম তালুকদার জানান পুলিশের অভিযানে ৩ ডাকাতকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে বাকীদেরও আটকের চেষ্টা চলছে। 

্রিন্ট

আরও সংবদ