খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

শেষ সময় জমে উঠেছে বিসিক উদ্যোক্তা মেলা

নিজস্ব প্রতিবেদক |
০১:৪২ এ.এম | ১৭ জানুয়ারী ২০২৫


নগরীর শিববাড়ি মোড়ে জমে উঠেছে বিসিক উদ্যোক্তা মেলা। সকাল থেকে রাত অবধি মেলায় দর্শনার্থীদের ভিড় জমেছে। খুলনার বাইরে থেকে মেলা উদ্যোক্তারা স্টল দিয়েছে। মেলায় পাট শিল্প এবং বাঁশের তৈরী হস্ত ও কুটির শিল্প দর্শনার্থীদের নজর কেড়েছে। দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকায় বিকিকিনিও বেড়েছে।
মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা জানায়, বিসিক মেলায় ব্যতিক্রমী হস্ত ও কুটির শিল্প উঠেছে। বিশেষ করে পাটের তৈরী পাঞ্জাবী, পোশাকশিল্প, ব্যাগ, বাঁশের তৈরী গৃহস্থলী আসবাবপত্র, ধানের শীষের তৈরী তৈজসপত্র এবার বেশি আকর্ষণ করেছে। পাশাপাশি মেলায় কাঠ ও বাঁশের অলঙ্কারের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকায় বিকিকিনি বেড়েছে।
স্টল মালিকরা জানায়, গতবছরের কয়েক বছরের তুলনায় এ বছর বিকিকিনি বেড়েছে। মেলায় খুলনার বাইরে থেকেও উদ্যোক্তারা এসেছে। বাঁশ ও কাঠের আসবাবপত্র বেশি বিক্রি হচ্ছে। শীতের শালও বিক্রি হচ্ছে। ধানের শীষ দিয়ে তৈরী করা পরিবেশবান্ধব পণ্যও বিক্রি হচ্ছে। ঢাকা থেকে আসা ব্যবসায়ীরা জানায় তাদের বিকিকিনিও ভালো হচ্ছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) উপ-মহাব্যবস্থাপক গোলাম সাকলাইন জানান, হস্তশিল্প নিয়ে যারা করছে তাদের বিকিকিনি ভালো। পাশাপাশি পোশাকশিল্পেরও। প্রায় ৩৫টি দোকান হয়েছে। খুলনার বাইরে থেকে ৪টি স্টল এসেছে। উদ্যোক্তাদের সহযোগিতার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। 
 

্রিন্ট

আরও সংবদ