খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

কেএমপি ডিবির অভিযানে সন্ত্রাসী ব্লেড বাবু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৭ এ.এম | ১৭ জানুয়ারী ২০২৫


খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী ব্লেড বাবুকে গ্রেফতার করা হয়েছে। লবণচরা থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ডিবির সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন। 
জানা গেছে,  খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জানুয়ারি দিবাগত ভোর রাত সাড়ে ৪টার দিকে সোনাডাঙ্গা মডেল থানাধীন হোল্ডিং নং- ৫০, পশ্চিম বানিয়া খামার মেইন রোডস্থ জনৈক সৈয়দ সাখাওয়াত আলী-এর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ি থেকে মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী মোঃ সুমন বাবু ওরফে ব্লেড বাবু (২৬) কে গ্রেপ্তার করা হয়। সে সদর থানাধীন মহিরবাড়ি খালপাড় এলাকার আব্দুল রব সরদারের ছেলে। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উক্ত মামলা সংক্রান্তে ঘটনার সত্যতা স্বীকার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ