খুলনা | শনিবার | ১৮ জানুয়ারী ২০২৫ | ৫ মাঘ ১৪৩১

জেএসডি খুলনা জেলা শাখার সম্পাদকের স্ত্রীর ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি |
১২:১৫ এ.এম | ১৮ জানুয়ারী ২০২৫


জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক স ম রেজাউল করীমের স্ত্রী সফুরা খাতুন (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে পাইকগাছা উপজেলার নিজ বাড়িতে শুক্রবার সকাল ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)।
মৃত্যুকালে স্বামী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ আছর পাইকগাছা উপজেলার গড়ইখালীতে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
মরহুমা সফুরা খাতুনের  মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন,  গণতন্ত্র মঞ্চ খুলনা জেলা ও মহানগর কমিটির আহবায়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) খুলনা মহানগর সভাপতি খান লোকমান হাকিম, সদস্য সচিব ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মহানগর সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল খালেক, সাধারণ সম্পাদক এ এম রাশিদুল আহসান বাবলু, নাগরিক ঐক্য খুলনা  মহানগর সভাপতি এড. ডঃ মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, গণসংহতি আন্দোলন খুলনা জেলা যুগ্ম-আহবায়ক মোঃ অলিয়ার রহমান শেখ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেলা সম্পাদক কে এম আলীদাদ, ভাসানী অনুসারী পরিষদ খুলনা মহানগর আহবায়ক শেখ আবদুল হালিম প্রমুখ।  
 

্রিন্ট

আরও সংবদ