খুলনা | শনিবার | ১৮ জানুয়ারী ২০২৫ | ৫ মাঘ ১৪৩১

সাংবাদিক আবিদুর রেজা খানের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২৩ এ.এম | ১৮ জানুয়ারী ২০২৫


সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সহ-সভাপতি, অনলাইন জয় বাংলা নিউজের সম্পাদক ও প্রকাশক আবিদুর রেজা খানের মা রেহেনা খান বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল­াহর এবং আল­াহর কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। 
শুক্রবার জুম্মাবাদ যশোর হামিদপুর ঐতিহ্যবাহী শাহী মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী সাংবাদিক সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে রেহেনা খান ৪ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। 
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ সাংবাদিক নেতা আবিদুর রেজার মায়ের মৃত্যুতে শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।  

্রিন্ট

আরও সংবদ