খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

আ’লীগের উদ্দেশ্যে জামায়াতের আমির

এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন

খবর প্রতিবেদন |
০১:২৬ এ.এম | ১৯ জানুয়ারী ২০২৫


আ’লীগের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন। ক্ষমতার দাপটে কেয়ামত পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন। আপনাদের পলায়ন, আপনাদের পরাজয়ই প্রমাণ করেছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল­াহ রাব্বুল আলামীন।
শনিবার দুপুর ১২টার দিকে রাজশাহীর মাদ্রাসা মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডাঃ শফিকুর রহমান বলেন, ইজ্জত দেওয়ার মালিক আল­াহ, ইজ্জত কেড়ে নেওয়ার মালিকও আল­াহ। আল­াহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা যেন ন্যায়বিচার প্রতিষ্ঠা কর। আর তোমরা মানুষের প্রতি সম্মান দেখাও এহসান করো। এটা আল­াহর হুকুম, যারা ন্যায়বিচারের প্রতি আছে, মানুষকে সম্মান করবে এবং যারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করবে। আল­াহ তাদের ইজ্জত বাড়িয়ে দেবে। 
তিনি বলেন, জামায়াতে নায়েবে আমিরসহ ১১ জন দায়িত্বশীল নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। অন্যায়ের প্রতিবাদ যারা করেছে আমাদের শত শত নেতা-কর্মীকে তারা খুন করেছে। অসংখ্য ভাই-বোনকে তারা খুন করেছে, গুম করেছে, পঙ্গু করেছে, আহত করেছে তারা। তাদের চাকুরি কেড়ে নিয়েছে, ভিটামাটি থেকে উচ্ছেদ করেছে।  
জামায়াতে ইসলামীর আমির বলেন, সাড়ে ১৫টি বছর যে জাতির ওপর একটি জগদ্দল পাথর চেপে বসেছিল মহান রাব্বুল আলামিন ৫ আগস্ট তাদের জুলুমের কবল থেকে এ জাতিকে মুক্তি করেছে। অনেকে জিন্দা শহিদ হয়ে আছেন। হাত-পা টুকরো টুকরো, দু’টি নয়ন অন্ধকার। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। বাকিদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। 
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির মাওলানা কেরামত আলী। এ সময় রাজশাহী মহানগর ও জেলা জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ