খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে

বাগেরহাটে তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে ভলিবল প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৮ এ.এম | ২০ জানুয়ারী ২০২৫


বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভলিবল প্রতিযোগিতা গতকাল রোববার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়েছে। তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষে এ আয়োজন করা হয়।  বাগেরহাটের ৪টি ক্লাবের ৪৮ জন খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশ নেয়। ভলিবল প্রতিযোগিতায় বারাকপুর স্পোর্টিং ক্লাব কার্তিকদিয়া মিতালি সংঘকে ৩-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাগেরহাটের জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ বলেন, তরুণদের উজ্জীবিত করতে আমরা সারাদেশে ভলিবলসহ সব ধরনের খেলাধুলার আয়োজন করছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, তরুণদের মূল কাজ লেখাপড়া করা। আর তাদের বিনোদনমূলক কাজ হবে এ ধরনের খেলাধুলা। এ প্রতিযোগিতায় জাতীয় দলের  মোঃ বনি আমিনসহ জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড় অংশ নেয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মোঃ রুবেল খান ও সাবেক যুবদলের সভাপতি ফকির তারিকুল ইসলাম।

্রিন্ট

আরও সংবদ