খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

তারুণ্যের উৎসব উপলক্ষে

বাগেরহাটে এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও গ্রামীণ খেলায় পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৬ এ.এম | ২১ জানুয়ারী ২০২৫


তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বাগেরহাটে এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও গ্রামীণ খেলা সমাপ্ত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সোমবার বাগেরহাটের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার ডাঃ মোঃ ফখরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম ও জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ। 
বাগেরহাটের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন ছেলে মেয়ে এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় এবং ৩৮ জন শিশু গ্রামীণ খেলায় অংশ নেয়। এদিকে দিনভর এ আয়োজনে বাগেরহাট জেলা স্টেডিয়াম মুখরিত ছিল। খেলা পরিচালনা করেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও বাগেরহাটের সাবেক জাতীয় এ্যাথলেট।

্রিন্ট

আরও সংবদ