খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

জুলাই অভ্যুত্থানে আহতদের চাকুরির ব্যবস্থা হচ্ছে, সিভি আহবান

খবর প্রতিবেদন |
০১:৩৬ এ.এম | ২১ জানুয়ারী ২০২৫


জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, সেই নির্ভীক বীরদের পুনর্বাসনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি, বেসরকারিসহ বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদে যোগ্যতার ভিত্তিতে আহতদের চাকুরি নিশ্চিত করার জন্য ‘জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’ উদ্যোগ নিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্যোগের অংশ হিসেবে আহতদের সিভি আহবান করা হচ্ছে। আপনারা যারা এই আন্দোলনে আহত হয়েছেন, তাঁদের প্রতি দ্রুত সিভি জমা দেওয়ার জন্য আহŸান জানানো হচ্ছে। সিভি পাঠানোর ঠিকানা: cv. julyspecialcell@gmail. com|
এ বিষয়ে জুলাই গণ-অভ্যুত্থান বিশেষ সেলের প্রধান হাসান ইনাম বলেন, ‘আমরা এ সেল গঠন করার পর থেকে দেখেছি, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে আহতদের চাকুরি দেওয়ার জন্য কাজ করতে চায়। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শূন্য পদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে আহতদের পুনর্বাসন করা সম্ভব। সে ক্ষেত্রে সমন্বয় করার জন্য সিভি আহŸান করেছি। সিভি নিয়ে সেগুলো যাচাই-বাছাই করে আগ্রহী প্রতিষ্ঠানগুলোতে আমরা সিভি সরবরাহ করবো।’

্রিন্ট

আরও সংবদ