খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

তারুণ্যের উৎসব : বাগেরহাটে ব্যাডমিন্টন প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক |
১২:০৭ এ.এম | ২২ জানুয়ারী ২০২৫


তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ব্যাডমিন্টম প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার বাগেরহাট অফিসার্স ক্লাব মাঠে সমাপ্ত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামলে হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ। সভাপতিত্ব করেন উপ-পরিচালক স্থানীয় সরকার ডাঃ মোঃ ফখরুল হাসান। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তরুণ সমাজকে সুস্থ বিনোদনের দিকে ধাবিত করতে এ আয়োজন করা হয়। এ টুর্নামেন্টে দেশবরেণ্য ব্যাডমিন্টন খেলোয়াড়রা অংশ  নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ বলেন, আমাদের যুব স¤প্রদায়কে লেখাপড়ার পাশাপাশি এসব খেলাধুলায় পারদর্শী করতে পারলে ভবিষ্যতে তারা কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন  নতুন বাংলাদেশ গড়ার লক্ষে নতুন প্রজন্ম তথা নবীনদের এগিয়ে আসতে হবে। নবীনদের এগিয়ে আনার জন্য আমাদের এ আয়োজন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিনুর রহমান, উপ-পরিচালক জেলা তথ্য অফিস মইনুল ইসলামসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ