খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

সাড়ে ৪ মাস পর ১০ জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থায় নতুন কমিটি

ক্রীড়া প্রতিবেদক |
১২:১০ এ.এম | ২২ জানুয়ারী ২০২৫


দেশের জেলা-বিভাগীয় ও উপজেলা ক্রীড়া সংস্থার বিদ্যমান কমিটি ভেঙে দেয়। গত ২১ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে কমিটিগুলো ভেঙে দেওয়া হয়। ছয় দিন পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এসব সংস্থার এ্যাডহক কমিটির কাঠামো নিরূপণ করে একটি নির্দেশনা জারি করে। যদিও অনেক সংস্থা এনএসসিতে প্রস্তাবিত কমিটি পাঠিয়েছে দুই-তিন মাস পরে। জাতীয় ক্রীড়া পরিষদ সেই কমিটি পর্যালোচনা করে অনুমোদন দিতেও মাস খানেকের বেশি সময় নিয়েছে। অবশেষে গত রোববার একটি বিভাগ ও নয়টি জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি প্রকাশ করেছে এনএসসি।
প্রথম ধাপে প্রকাশিত হওয়া জেলা ক্রীড়া সংস্থাগুলো হলো ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা কুমিল­া, ভোলা, ঝালকাঠি, মাগুরা, বগুড়া, জামালপুর ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা। জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে পদাধিকার বলে জেলা প্রশাসক আহবায়ক পদে এবং জেলা ক্রীড়া অফিসার/যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সদস্য সচিব। প্রতিটি কমিটিতে একজন করে ছাত্র প্রতিনিধি ও সাংবাদিক সদস্য হিসেবে রয়েছেন। বাকি তিন জনের মধ্যে আছেন সাবেক ক্রীড়াবিদ, সংগঠক ও ক্রীড়ানুরাগী। চুয়াডাঙ্গা জেলায় রয়েছেন সাবেক তারকা ফুটবলার মাহমুদুল হক লিটন, জামালপুরে সাবেক ক্রিকেটার জোবায়ের হোসেন লিখন। পরিচিত ক্রীড়া সংগঠকের মধ্যে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে রয়েছেন বিসিবির সাবেক পরিচালক আব্দুল¬াহ আল ফুয়াদ রেদোয়ান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থায় মির্জা সালমান ইস্পাহানী।
জাতীয় ক্রীড়া পরিষদ ৯টি জেলা ও বিভাগে সাত সদস্যের কমিটি প্রকাশ করেছে। স¤প্রতি সকল জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থাকে বিসিবি ও বিওএ নির্বাচনের আগাম প্রস্তুতির জন্য জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় ২ জন করে ক্রিকেট সংশ্লিষ্ট এবং অলিম্পিকের জন্য মনোনয়নযোগ্য আরও দুইজন নাম প্রস্তাবের নির্দেশনা দেয়। প্রকাশিত কমিটিগুলোকেও এই নির্দেশনা অনুসরণ করে ২৯ জানুয়ারির মধ্যে কার্যক্রম গ্রহণের অনুরোধ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ১৪ নভেম্বর ঘোষিত ৯ ফেডারেশনের মতো গত রোববার প্রকাশিত জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির মেয়াদ সুনির্দিষ্ট করেনি এনএসসি।
জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি না থাকায় খেলাধুলায় স্থবিরতা ছিল। শুধু খেলাধুলাই নয়, এই সংস্থায় চাকুরিরত কর্মকর্তা-কর্মচারীরাও কয়েক মাস বেতন না পেয়ে কঠিন পরিস্থিতিতে ছিলেন। কমিটি গঠন হয়ে যাওয়ায় এখন খেলাধুলা ও প্রশাসনিক কাজে কিছুটা প্রাণ ফেরার কথা। আজ (বুধবার) পঞ্চগড়, লালমনিরহাটসহ আরও ২-৩ জেলা ক্রীড়া সংস্থার কমিটি প্রকাশের সম্ভাবনা রয়েছে। সকল জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থার আনুষ্ঠানিক কমিটি গঠন কবে নাগাম শেষ হয় সেটাই দেখার বিষয়। 
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি পদাধিকার বলে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার। এনএসসি সাত সদস্যের এ্যাডহক কমিটির রূপরেখায় বিভাগীয় ক্রীড়া সংস্থায় বিভাগীয় কমিশনার আহবায়ক ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালককে সদস্য সচিব রেখেছে। জেলা ক্রীড়া সংস্থায় জেলা প্রশাসক আহবায়ক ও জেলা ক্রীড়া অফিসার সদস্য সচিব। জেলা-বিভাগীয় উভয় পর্যায়ে সরাসরি ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি (খেলোয়াড়, কোচ ও রেফারি) দুইজন, স্থানীয় প্রেক্ষাপটে সর্বজন গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী একজন, ক্রীড়া সম্পৃক্ত/সংগঠক ছাত্র প্রতিনিধি একজন ও ক্রীড়া সাংবাদিক একজন রাখার নির্দেশনা রয়েছে। একটি জেলা ও বিভাগ থেকে উক্ত ক্যাটাগরিতে পাঁচজন ব্যক্তি খুঁজে পেতেই স্থানীয় প্রশাসনের কয়েক মাস সময় লেগেছে। স্থানীয় প্রশাসন থেকে নাম আসার পর অনুমোদন দিতেও বিলম্ব করেছে এনএসসি। 

্রিন্ট

আরও সংবদ