খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

খানজাহান আলী থানায় মায়ের উপর অভিমান দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:১৫ এ.এম | ২২ জানুয়ারী ২০২৫


নগরীর খানজাহান আলী থানার জাব্দিপুর বীর মুক্তিযোদ্ধা বাবর আলীর বাড়ির ভাড়াটিয়া আইয়ান জুট মিলের শ্রমিক রাসেলের পুত্র শুভ (১৬) আত্মহত্যা করেছে। পড়ালেখা সংক্রান্ত বিষয় নিয়ে মায়ের উপর অভিমান করে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে সে আত্মহত্যা করে। 
গত সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার পর শুভ তার শয়ন কক্ষে যায় এবং কিছু সময় পর শুভ’র মা ঘরের জানালা দিয়ে দেখতে পান শুভ ঘরের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলে আছে।  খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। মঙ্গলবার যোহরবাদ সোনালী জুট মিলস ঈদগাহে জানাজা শেষে যোগিপোল কবরস্থানে দাফন করা হয়। উলে­খ্য শুভ মা-বাবাকে অর্থনৈতিক ভাবে সহযোগিতার জন্য পড়ালেখার পাশাপাশি ফুলবাড়ীগেট বেগ মুন্নুজান অটো ফিলিং পাম্পে কাজ করতেন। শুভ’র অকাল মৃত্যুকে গভীর শোক জানিয়েছেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মিম তালকুদার এবং সোনালী জুট মিলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।  

্রিন্ট

আরও সংবদ