খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

কেডিএ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

খবর বিজ্ঞপ্তি |
১২:১৬ এ.এম | ২২ জানুয়ারী ২০২৫


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল ৯টায় জাতীয় সঙ্গীত বাজিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, পিএসসি। এরপর কর্তৃপক্ষের চেয়ারম্যানের নেতৃত্বে অফিস প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে নগরীর তেঁতুলতলা মোড় হয়ে পুনরায় অফিসে এসে শেষ হয়। শোভাযাত্রায় কর্তৃপক্ষের সকল সার্বক্ষনিক সদস্যসহ সকল কর্মকর্তা/কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
পরে কেডিএ মিলনায়তনে কেডিএ’র সকল সার্বক্ষণিক সদস্যসহ, কর্মকর্তা/কর্মচারীদের নিয়ে কেক কাটা হয়। 
স্বাগত বক্তব্যে চেয়ারম্যান বলেন, পরিকল্পিত নগরায়নের মাধ্যমে খুলনা মহানগরীকে গড়ে তোলার লক্ষ্যে কেডিএ অবিরাম কাজ করে যাচ্ছে।। কেডিএ এই অঞ্চলের মাস্টারপ্ল্যান এবং ডিটেইল এরিয়া প্ল্যান প্রণয়ন করে পরিকল্পিত নগরায়নের জন্য সকল সংস্থার সাথে সমন্বয় করে এগিয়ে যাবে। এজন্য সকল ব্যক্তি ও সংস্থার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য আহŸান জানান। 

্রিন্ট

আরও সংবদ