খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

ঝিনাইদহ হাজী আরশাদ আলী কলেজে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি |
১১:৩৪ পি.এম | ২২ জানুয়ারী ২০২৫


ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হাজী আরশাদ আলী ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এড. এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আশরাফুল ইসলাম পিন্টু, প্রতিষ্ঠাতা সদস্য এড. নজরুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য শফিকুল ইসলাম স্বপন, শিক্ষক প্রতিনিধি আব্দুল খালেক। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কলেজ কর্তৃপক্ষ জানায়, দুই দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় কলেজের ৪ শতাধিক শিক্ষার্থী ১৩ টি ইভেন্টে অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণের শুরুতে কলেজের নব-গঠিত পরিচালনা পর্ষদের সভাপতি আশরাফুল ইসলাম পিন্টুসহ সকল সদস্যদের বরণ করে নেওয়া হয়।

্রিন্ট

আরও সংবদ