খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

দাকোপে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি বিষয়ে মতবিনিময় সভা

দাকোপ প্রতিনিধি |
১১:৪০ পি.এম | ২২ জানুয়ারী ২০২৫


দাকোপে উপজেলা নির্বাচন অধিদপ্তরের আয়োজনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অংশ গ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে সভায় বিষয়ভিত্তিক স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমন্ত পোদ্দার, চালনা পৌরসভার সচিব মোঃ সিরাজুল ইসলাম, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, মাসুম আলী ফকির, উপজেলা সহকারী আনসার ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, এসআই মোনোয়ার হোসেন, প্রধান শিক্ষক আশিষ কুমার রায়, দাকোপ প্রেসক্লাব সাধারণ সম্পাদক জি এম রেজা, ইউপি সচিব গোবিন্দ রায়সহ চালনা পৌরসভার ইমাম পরিষদের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। 
 

্রিন্ট

আরও সংবদ