খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

খালিশপুরে কৃষি-শিল্প-পাট ও পরিবেশ কমিটির প্রতিনিধি সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:২৬ এ.এম | ২৩ জানুয়ারী ২০২৫


কৃষি-শিল্প-পাট ও পরিবেশ রক্ষায় নাগরিক কমিটি খুলনা জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার বিকেল ৫টায় খালিশপুরে এড. কুদরত-ই-খুদার সভাপতিত্বে এস এ রশীদের সঞ্চালনায় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন মুনীর চৌধুরী সোহেল, মোঃ মোজাম্মেল হক খান, এড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, কোহিনুর আক্তার কণা, এস এম সোহরাব হোসেন, আফজাল হোসেন রাজু, নিজাম-উর-রহমান লালু, মোঃ অলিয়ার রহমান শেখ, মোঃ নূরুল ইসলাম, আবদুল করিম, এড. সঞ্জিত মন্ডল, এইচ এম শাহাদাৎ, মোঃ নুরুল ইসলাম মাস্টার, নূর মোহাম্মদ, শেখ আরিফুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন ও মোঃ নূর আলম প্রমুখ।
প্রতিনিধি সভায় বক্তারা বলেন, পাটশিল্পে খুলনার বিশেষ সুনাম ছিল দেশে-বিদেশে। সে কারণে খুলনার পাট শিল্পের ঐতিহ্যের গুরুত্ব বহমান। লক্ষাধিক শ্রমিক ও কৃষক পরিবারকে অনিশ্চয়তায় ফেলে ২০২০ সালের ২ জুলাই  দেশের প্রধান পরিবেশবান্ধব শিল্প ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয়া হয়। বিগত সরকার মিল বন্ধের দুই মাসের মধ্যে সকল পাওনা পরিশোধের অঙ্গীকার করলেও অদ্যাবদি অনেক শ্রমিক এরিয়ারসহ তাদের বকেয়া পাওনা পায়নি। 

্রিন্ট

আরও সংবদ