খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

খুলনায় সিপিবি’র পদযাত্রায় অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি

খবর বিজ্ঞপ্তি |
১২:২৮ এ.এম | ২৩ জানুয়ারী ২০২৫


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র কেন্দ্র ঘোষিত ২১-২৭ জানুয়ারি দেশব্যাপী ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গতকাল রূপসার দাদা-ম্যাচ ফ্যাক্টরির সামনে থেকে শিববাড়ি মোড় পর্যন্ত পার্টি নগর শাখার পদযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। 
তিনি বলেন, অগণতান্ত্রিক পরিবেশ থাকলে নানা ধরনের অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠবে। তারা দেশকে আরো অশান্ত করতে চাইবে। তিনি গণতন্ত্রের ধারা এগিয়ে নেয়ার জন্য অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান। সংস্কার চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়া চলবে। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার ততটুকু করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব।
পদযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি ডাঃ মনোজ দাশ, এস এ রশীদ, শেখ আব্দুল হান্নান, এইচ এম শাহাদাৎ, এড. নিত্যানন্দ ঢালী, মিজানুর রহমান বাবু, এড. চিত্তরঞ্জন গোলদার, এস এম ফরিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সুখেন রায়, গাজী আফজাল হোসেন, আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, এড. প্রীতিষ মন্ডল, মোস্তাফিজুর রহমান রাসেল, শিশির সরকার, শাহীনা আক্তার, ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, হুমায়ুন কবির, ফরহাদ হোসেন মিটন, মীর ওবায়দুর রহমান, শরীফুল ইসলাম সেলিম, শহিদুল ইসলাম, অশোক মন্ডল, দুলাল সরকার, অশোক ঘোষ, সাইদুর রহমান বাবু, দীন মোহাম্মদ, ধীমান বিশ্বাস, মোফাশের আলম লেনিন, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, হরষিৎ মন্ডল, রামপ্রসাদ রায়, তুষার বর্মণ, জামাল হোসেন, তুষার দত্ত, ছাত্রনেতা নাহিদ ইসলাম, সুদীপ্ত রায়, তনুশ্রী, প্লাবন চন্দ্র চন্দ, জাহিদুল ইসলাম, রবীন মন্ডল, আনিসুর রহমান, রাজু আহমেদ, মোঃ আজম, তন্ময় রায়, মোঃ রায়হান, সৈকত ও আকাশ প্রমুখ। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত খুলনা শহরসহ বিভিন্ন উপজেলায় পদযাত্রা ও গণসংযোগ চলবে।
 

্রিন্ট

আরও সংবদ