খুলনা | মঙ্গলবার | ১৮ মার্চ ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১

ইউনিফর্ম পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তনই বেশি জরুরি

|
০১:০১ এ.এম | ২৭ জানুয়ারী ২০২৫


আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্কারের অংশ হিসাবে বাংলাদেশ পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের জন্য আয়রন, র‌্যাবের অলিভ এবং আনসার বাহিনীর জন্য সোনালি গমের রঙের পোশাক হতে যাচ্ছে, যা শিগগির বাস্তবায়নের কথা রয়েছে। দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের জরিপে অতীতে দেখা গেছে, সেবা খাতগুলোর মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এ প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, পোশাক পরিবর্তন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আচরণে কতটা প্রভাব ফেলবে।
গত বছর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আইন-শৃঙ্খলা বাহিনীর বিতর্কিত ভূমিকা সব মহলে সমালোচিত হয়েছে। বিশষত ওই সময় পুলিশের ভূমিকা ছিল ন্যাক্কারজনক। নিরস্ত্র ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে ফ্যাসিস্ট আ’ লীগ সরকারকে টিকিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল তারা। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট আ’লীগ সরকারের পতনের পর তীব্র প্রতিরোধের মুখে পড়ে পুলিশ। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকেই সব মহল থেকে দাবি ওঠে পুলিশ সংস্কারের। গঠিত হয় পুলিশ সংস্কার কমিশন। ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনও জমা দিয়েছে কমিশন।
এ প্রসঙ্গে সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, আচরণসহ পুলিশের বিরুদ্ধে অন্যান্য যেসব অভিযোগ আছে, সেগুলো বিগত ১০০ বছর ধরেই আছে। এর মধ্যে দুই তিন দফায় ইউনিফর্ম বদল হয়েছে, তাতে কোনো আচরণগত পরিবর্তন হয়নি। তিনি আরও বলেছেন, পোশাক বদল করে আচরণ পরিবর্তন হয়, পৃথিবীর কোথাও গবেষণা করে এমন প্রমাণ পাওয়া যায়নি।
বিশেষজ্ঞদের মতে, রাজনীতিবিদরা ক্ষমতায় এসে যদি অতীতের মতো প্রভাবশালী পুলিশ সদস্যদের প্রশ্রয় দেন, তাহলে পুলিশের চরিত্র বদল হবে কিনা সন্দেহ। বিশ্লেষকদের মতে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনবান্ধব করতে হলে তাদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। পুলিশ সংস্কারের প্রস্তাবে বলা হয়েছে-পুলিশের কাজের জবাবদিহিতা সর্বক্ষেত্রে থাকবে। রাজনীতিবিদরা ক্ষমতায় আসার পর যদি তারা সংস্কার প্রস্তাবের পরিপন্থি কর্মকান্ডে উৎসাহিত হন, তখন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন কীভাবে? অতীতে পুলিশের কোনো কোনো সদস্য ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি করে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন। কেবল আইন করে পুলিশের আচরণে পরিবর্তন আসবে কিনা সন্দেহ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেক সদস্য কঠোরভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং ভয়ভীতি-পক্ষপাত-স্বার্থের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করবেন, এটাই প্রত্যাশা। তারা যে জনগণের বন্ধু, এটা কাজে প্রমাণ করতে হবে।

্রিন্ট

আরও সংবদ