খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশীপ উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক |
১১:৪৯ পি.এম | ৩১ জানুয়ারী ২০২৫


তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশীপ- ২০২৫ (জেলা পর্যায়) শুক্রবার খুলনা জেলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় উদ্বোধনী জেলা প্রশাসক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ খুলনা বিভাগ উপ-পরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার, খুলনা জেলা মহিলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব সাহারা বানু। জেলা ক্রীড়া কর্মকর্তা ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ বকতিয়ার রহমান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মহেশ্বর মন্ডল, বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য মোঃ বেলাল হোসেন, ফিদে মাস্টার ইউনুস হাসান, দাবার আরবিটর আব্দুল্লাহ সাকিলসহ খুলনা জেলার সাবেক খেলোয়াড় ও প্রশিক্ষকবৃন্দ। জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশীপ-২০২৫ (জেলা পর্যায়) এর অনূর্ধ্ব-৮, অনূর্ধ্ব-১০, অনূর্ধ্ব-১২, অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ ইভেন্টে খুলনা জেলার প্রায় ১৫০ (একশত পঞ্চাশ) জন খেলোয়াড় অংশগ্রহন করছে।

্রিন্ট

আরও সংবদ