খুলনা | সোমবার | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | ২১ মাঘ ১৪৩১

অতর্কিত হামলায় পাকিস্তানের ১৮ সেনা নিহত, ২৩ সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা

খবর প্রতিবেদন |
০৬:১৭ পি.এম | ০১ ফেব্রুয়ারী ২০২৫


পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে অতর্কিত হামলায় আধা-সামরিক বাহিনীর ১৮ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার রাতভর দেশটির বেলুচিস্তান রাজ্যের কালাত জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানায় পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা।
পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ওঝচজ) শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে বেলুচিস্তানের কালাত জেলার মাঙ্গোচের এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। এ সময় সেনা সদস্যদের একটি দল তাদের বাধা দেয়। এতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
বিবৃতিতে বলা হয়েছে, বৈরী ও শত্র“ শক্তির ইন্ধনে চালানো এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার উদ্দেশ্য ছিল বেলুচিস্তানের শান্তিপূর্ণ পরিবেশ বিঘিœত করা এবং নিরীহ বেসামরিক নাগরিকদের টার্গেট করা।
নাম গোপন রাখার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, “মানগোচার শহরের কাছে রাস্তা বন্ধ করে, নিরস্ত্র ফ্রন্টিয়ার কর্পসের সেনাদের বহনকারী গাড়িতে ৭০ থেকে ৮০ সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়।” তিনি জানিয়েছেন, সন্ত্রাসীদের হামলায় গাড়িতে থাকা ১৭ জন এবং তাদের বাঁচাতে যাওয়া আরেক সেনা প্রাণ হারান। যে তিনজন আহত হয়েছেন তাদের অবস্থা গুরুতর। এছাড়া দু’জন ভাগ্যক্রমে সেখান থেকে সরে যেতে সমর্থ হন।
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ১৮ সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা আরও জানিয়েছে, বেলুচিস্তানে অভিযান চালিয়ে ২৩ সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।
আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান পাকিস্তানের কাছ থেকে আলাদা হয়ে যেতে চায়। তবে প্রাকৃতিক সম্পদে ভরপুর এই প্রদেশকে কোনো ভাবেই স্বাধীনতা দেওয়ার পক্ষে নয় পাক সরকার।
বেলুচিস্তানে এসব হামলা মূলত চালায় বিএলএ নামের একটি সশস্ত্র গোষ্ঠী। এছাড়া সেখানে থাকা চীনা কোম্পানিদের কর্মীদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করে তারা। সশস্ত্র এ গোষ্ঠীর দাবি, চীনসহ অন্যান্য বিদেশিরা তাদের প্রাকৃতিক সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। অথচ এখানকার মানুষ পাকিস্তানের মধ্যে সবচেয়ে দরিদ্র।
আইএসপিআর আরও জানিয়েছে, অভিযানের সময় ১৮ জন সাহসী সেনা বীরত্বের সঙ্গে লড়াই করে শহিদ হয়েছেন। একই সঙ্গে নিরাপত্তা বাহিনী এলাকায় সন্ত্রাসী নির্মূল অভিযান চালিয়ে যাচ্ছে এবং এই জঘন্য ও কাপুরুষোচিত হামলার জড়িতদের বিচারের আওতায় আনা হবে।
পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তারা বেলুচিস্তানসহ পুরো পাকিস্তানে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।  সেই সঙ্গে সাহসী সেনাদের এই আত্মত্যাগ তাদের সংকল্পকে আরও শক্তিশালী করবে বলেও উলে­খ করা হয়েছে।  
গত নভেম্বরে কোয়েটার রেলস্টেশনে হামলার দায় স্বীকার করে বিএলএ। ওই হামলায় ২৬ জন নিহত হন। যার মধ্যে ১৪ সেনাও ছিল। বেলুচিস্তান ছাড়াও খাইবার পাখতুনখাওয়াতেও সশস্ত্র সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে পাকিস্তানি বাহিনী। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, শুধুমাত্র ২০২৪ সালে ৩৮৩ সেনা ও ৯২৫ সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। 
সূত্র: এএফপি ও মেহের নিউজ।

্রিন্ট

আরও সংবদ