খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

নগরীতে জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশীপ উদ্বোধন ও পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক |
১১:৫৯ পি.এম | ০১ ফেব্রুয়ারী ২০২৫


তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশীপ (বিভাগীয় পর্যায়) অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় খুলনা জেলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। 
জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশীপ- ২০২৫ (বিভাগীয় পর্যায়) এর অনূর্ধ্ব-৮, অনূর্ধ্ব-১০, অনূর্ধ্ব-১২, অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ ইভেন্টে খুলনা বিভাগের প্রায় ১৫০ (একশত পঞ্চাশ) জন (বালক ও বালিকা) খেলোয়াড় অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা শেষে জাতীয় ক্রীড়া পরিষদ খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। ফলাফল- অনূর্ধ্ব-৮ চ্যাম্পিয়ন (বালক)-আর্শিয়া আরাব (বালিকা)- ইলাইশা ইমরোজ অনুভব। অনূর্ধ্ব-১০ চ্যাম্পিয়ন (বালক)- শামদ হৃদয় রায়। অনূর্ধ্ব-১২ চ্যাম্পিয়ন (বালক)- শাহরিম কবির (বালিকা)- সোনাকসি রায়। অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়ন (বালক)- সমন্বয় মন্ডল (বালিকা)- প্রতিভা জামান। অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়ন (বালক)- মোঃ মিফতাহুল ইসলাম, (বালিকা)- জোবায়দা জাহান শান্তা, অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়ন (বালক)- অরিত্র ঘোষ পুস্পক।
অপরদিকে কাবাডি লীগ এর গ্র“প চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা করা হয়েছে। “ঙ গ্র“প” চ্যাম্পিয়ন রায়ের মহল পি এস ডি, “চ গ্রুপ” চ্যাম্পিয়ন ইয়ং কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, “ছ গ্রুপ” চ্যাম্পিয়ন রাইজিং উইনার্স ক্লাব ও “ড গ্রুপ” চ্যাম্পিয়ন স্পোর্টস লাভার এসোসিয়েশন।  চ্যাম্পিয়ন দল দ্বিতীয় রাউন্ডের খেলায় অংশগ্রহণের যোগত্যা অর্জন করেছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধায়নে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, বিভাগীয় প্রশাসন, খুলনার বাস্তবায়নে এ দাবা চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়েছে।

্রিন্ট

আরও সংবদ