খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

এক ঘণ্টায় শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৬ এ.এম | ০৫ ফেব্রুয়ারী ২০২৫


ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ঐতিহ্যগতভাবে ক্রিকেটে দুই দেশের চিরপ্রতিদ্ব›িদ্বতা বা দুই দেশের রাজনৈতিক টানাপোড়ানে দুই দলের ম্যাচ নিয়ে থাকে ভক্ত সমর্থকের বাড়তি উদ্দীপনা। এবার আবারও প্রমাণিত হলো সেই প্রতিদ্ব›িদ্বতার উত্তাপ। চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে আগামী ২৩ ফেব্র“য়ারি দুবাইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সে ম্যাচের জন্য নির্ধারিত ২৫ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র এক ঘণ্টার মধ্যেই। আর বাংলাদেশ-ভারতের ম্যাচের টিকিট বিক্রি হতে সময় লেগেছে কয়েক ঘণ্টা। ভারত-পাকিস্তান দুই দেশের রাজনৈতিক দ্ব›েদ্বর কারণে আইসিসি ইভেন্ট ছাড়া দুই দলকে মুখোমুখি হতে দেখা যায়না অনেকদিন। যেহেতু দুই দল ক্রিকেটীয় লড়াইয়ে খুব কম মুখোমুখি হয়, তাই তাদের ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবেই দর্শক মহলে আগ্রহ থাকে তুঙ্গে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অনলাইনেও এক ঘণ্টার বেশি অপেক্ষা করেও কোনো ধরনের টিকিট পাচ্ছেন না সমর্থকেরা।
 

্রিন্ট

আরও সংবদ