খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

গত একমাসে পরিচালিত অভিযান

যশোরের সীমান্ত থেকে তিন কোটি টাকার ভারতীয় বিভিন্ন পণ্য আটক

বেনাপোল প্রতিনিধি |
১২:৩১ এ.এম | ০৫ ফেব্রুয়ারী ২০২৫


যশোরের বিভিন্ন সীমান্ত এলাকায় গত এক মাস অভিযান পরিচালনা করে  দুই কোটি ৯৪ লাখ ৯০ হাজার ৫৫৬ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। গত সোমবার সন্ধ্যায় ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেন। 
উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে মালামাল ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি দেশ উলে­খযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উলে­খ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ কল্পে বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানাচ্ছে। এছাড়াও বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান সীমান্তবাসী।
যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল­াহ্ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত এক মাস যাবত বিজিবির বিশেষ টহল দল যশোরের আমড়াখালী চেকপোস্ট, বেনাপোল আইসিপি, শাহজাদপুর, কাশিপুর ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ২ কোটি ৯৪ লাখ ৯০ হাজার ৫৫৬ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কম্বল, চাদর, থ্রীপিচ, তৈরি পোশাক, ওষুধ, মলম, কীটনাশক  এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটক মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা হয়েছে এবং বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে বলে ও জানান তিনি।

্রিন্ট

আরও সংবদ