খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

বিআরডিবির প্রশিক্ষণে অতিরিক্ত জেলা প্রশাসক

দেশের বেকারত্ব দূরীকরণে প্রশিক্ষণের কোন বিকল্প নেই

রূপসা প্রতিনিধি |
১২:৩৩ এ.এম | ০৫ ফেব্রুয়ারী ২০২৫


খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল বলেছেন বেকারত্ব দূরীকরণে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যুব স¤প্রদায়কে বেকারত্বের হাত থেকে মুক্তি পেতে প্রশিক্ষণ গ্রহন করতে হবে। বিভিন্ন মেয়াদে বড় ধরনের প্রশিক্ষণ থাকলে একটি যুবক বা যুবতি চাকুরি না করেও নিজের ভাগ্যর উন্নয়ন তথা সমাজ ও দেশের উন্নয়ন ঘটাতে পারে। এ কারনে শিক্ষিত যুবদের চাকুরির পিছনে না ঘুরে বিআরডিবি কতৃক বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করে ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারে। 
তিনি গতকাল মঙ্গলবার বেলা ১১টায় খুলনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত পল­ী অঞ্চলের দরিদ্র, অসহায়, সুবিধা বঞ্চিত ও বেকার মহিলাদের দারিদ্রতা হ্রাস এবং ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য বাংলাদেশ পল­ী উন্নয়ন বোর্ড খুলনা কর্তৃক বাস্তবায়নাধীন দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল­ী কর্মসংস্থান  সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায় প্রকল্পের আওতায় ৫ দিন ব্যাপি নারীদের উদ্যোক্তা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোসতাক উদ্দিন, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর এইচ এম নুরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবি খুলনা উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিন। প্রশিক্ষণনে ৪০ জন নারী অংশগ্রহণ করে।

্রিন্ট

আরও সংবদ