খুলনা | মঙ্গলবার | ১৮ মার্চ ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১

কেশবপুরে সাপের কামড়ে ওঝার মৃত্যু

কেশবপুর প্রতিনিধি |
০১:৪১ এ.এম | ০৭ ফেব্রুয়ারী ২০২৫


কেশবপুরে সাপের কামড়ে আব্দুল মান্নান (৫৫) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামে। সে ওই গ্রামের মৃত আব্বাস আলী গাজীর ছেলে। ঘটনার পর থেকে ওই এলাকায় বিষধর সাপের আতঙ্ক বিরাজ করছে। 
এলাকাবাসী জানায় ওঝা আব্দুল মান্নান একই গ্রামের সোবহান মোল­ার বসত বাড়ির শোবার ঘর থেকে রাতে সাপ ধরতে যায়। ওই বাড়ি থেকে একটি গোখরা সাপ ধরে বস্তায় ঢুকানোর সময় সাপটি হাতে পেঁচিয়ে আঙ্গুলে কামড় দেয়। বিষে ওঝা মান্নানের অবস্থা সংকটজনক হলে দ্রুত তাকে যশোর সদর হাসপাতালে নেয়ার পথিমধ্যে মৃত্যু হয়। ওঝা আব্দুল মান্নানের প্রতিবেশী শিক্ষক আমজাদ আলী বলেন, সোবহান মোল­ার বাড়িতে ২টি সাপের একটি ধরে অন্যটি ধরার পরিকল্পনা করার সময় হাতে থাকা সাপটি বস্তার মধ্যে ঢোকানোর সময় আঙ্গুলে কামড় দেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। সাপের কামড়ে ওঝার মৃত্যু হওয়ায় এলাকায় বিষধর সাপ আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার দুপুরে ওই ওঝাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ