খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

ডুমুরিয়ায় নিখোঁজের দু’দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ডুমুরিয়া প্রতিনিধি |
০১:৪৩ এ.এম | ০৭ ফেব্রুয়ারী ২০২৫


ডুমুরিয়ায় শ্রীনাথ নামের এক শিশু নিখোঁজের দু’দিন পর মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঘোনা বান্দা এলাকার জনৈক অংশুপতি বৈরাগীর মৎস্য ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃতের পরিবার সূত্রে জানা যায়  উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা গ্রামের প্রভাষ রায়ের আড়াই বছরের পুত্র শিশু শ্রীনাথ রায়কে নিয়ে মঙ্গলবার সকালে তার মা ঘোনা এলাকায় নিজস্ব মৎস্য ঘেরে যায় এবং ঘেরের পূর্বপাশে বেড়ির উপর সে খেলছিলো। সাথে থাকা ঘেরে কর্মরত মা হঠাৎ তাকিয়ে দেখেন শিশু ভেড়ির উপর নেই। তখন আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে ঘেরে জাল টেনে ব্যাপক তল­াশী করে। এরপর শিশুর কোন সন্ধান না পেয়ে থানায় সাধারণ একটি ডায়েরী করে মা চন্দ্রা রায়। এমতাবস্থায় ঘটনার দু’দিন পর গতকাল সকালে পাশের জনৈক অংশুপতির ঘেরে তার মরদেহ ভাসতে দেখে দেখে স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান ঘোনা বান্দা এলাকার জনৈক অংশুপতির মৎস্য ঘের থেকে ভাসমান অবস্থায় শিশু শ্রীনাথের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে পানিতে ডুবে মৃত্যু প্রাথমিক ভাবে প্রতীয়মান হলেও ময়না তদন্ত রিপোর্ট ছাড়া সঠিক কিছু বলা সম্ভব নয়।

্রিন্ট

আরও সংবদ