খুলনা | মঙ্গলবার | ১৮ মার্চ ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১

ওমরায় মেনিনজাইটিস টিকার বাধ্যবাধকতা বাতিল সৌদিতে

খবর প্রতিবেদন |
০২:১৯ এ.এম | ০৭ ফেব্রুয়ারী ২০২৫


পবিত্র ওমরাহ পালনে মেনিনজাইটিস টিকা নেয়ার বাধ্যবাধকতা বাতিল করেছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির সিভিল এভিয়েশনের জেনারেল অথরিটি এ তথ্য জানিয়েছে। এর আগে দেশটি এক নির্দেশনায় বলেছিল, ১০ ফেব্র“য়ারির পর যারা ওমরাহ করতে আসবেন, তাদের অবশ্যই নেইসেরিয়া মেনিনজাইটিস টিকা নিতে হবে।
সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, সিভিল এভিয়েশন এ সংক্রান্ত নির্দেশনা সব বিমান সংস্থাকে পাঠিয়েছে।
এরআগে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এক নির্দেশনায় বলেছিল, ১০ ফেব্র“য়ারি থেকে যারাই ওমরাহ করতে আসবেন তাদের অবশ্যই এই টিকা নেওয়া থাকতে হবে। এতে আরও বলা হয়, সব ধরনের ভিসাধারীর ক্ষেত্রেই এটি কার্যকর হবে। এছাড়া বলা হয়, সৌদিতে আসার অন্তত ১০ দিন আগে টিকাটি নিতে হবে এবং তিন বছর আগে যারা টিকা নিয়েছিলেন তাদেরও নতুন করে নিতে হবে। তবে নতুন নির্দেশনার মাধ্যমে আগের সব নির্দেশনাই বাতিল হয়ে গেছে।
এর আগে গত বছরের মার্চে সব হজ ও ওমরাহ যাত্রীদের জন্য টিকাটি বাধ্যতামূলক করেছিল সৌদি সরকার। সূত্র: খালিজ টাইমস।
 

্রিন্ট

আরও সংবদ