খুলনা | মঙ্গলবার | ১৮ মার্চ ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১

গল্লামারী মৎস্য খামারের সামনে ‘খুলনা বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানালো শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক |
০২:৩০ এ.এম | ০৭ ফেব্রুয়ারী ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের স¤প্রসারণে প্রস্তাবিত ২০৩ একর জমি এবং বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত মৎস্য খামার ব্যবস্থাপকের কার্যালয় অধিগ্রহণের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। মানবন্ধনের পর শিক্ষার্থীরা মৎস্য বীজ উৎপাদন খামার কার্যালয়ের সামনে ‘খুলনা বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানিয়ে দেয়।
বৃহস্পতিবার  দুপুর ১টায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় শতাধিক শিক্ষার্থী হাদি চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের শহিদ মীর মুগ্ধ তোরণের সামনে জড়ো হয়ে মানববন্ধন করে।
মানববন্ধনে অংশ নেওয়া চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারদিন আহমেদ দিপন বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় দ্রুত স¤প্রসারণের প্রয়োজন হলেও প্রশাসনের উদাসীনতা ও দীর্ঘসূত্রতার কারণে এ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। প্রশাসনের উচিত কালক্ষেপণ না করা। অতি দ্রুত সময়ের ভিতর জমি অধিগ্রহণ করে আবাসন সংকট, পর্যাপ্ত ক্লাসরুম ও গবেষণার সুযোগের অভাব, ক্লাবগুলোর বসার জায়গার সংকটসহ নানা সমস্যার দ্রুত সমাধান করা ভুগছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান জানান, “২০৩ একরের প্রকল্প অনুমোদনের জন্য শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠবে। আর বাকি মৎস্য খামার ব্যবস্থাপকের কার্যালয় নিয়ে আমরা কাজ করছি।”
উলে­খ্য, গত বছরের ৬ নভেম্বর শিক্ষার্থীরা একই দাবিতে সমাবেশ করেছিল এবং প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছিল।

্রিন্ট

আরও সংবদ