খুলনা | মঙ্গলবার | ১৮ মার্চ ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১

আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে এড. মনা

মাদক ব্যবসায়ী, টেন্ডারবাজ ও চাঁদাবাজের জায়গা হবে না মহানগর যুবদলে

খবর বিজ্ঞপ্তি |
০২:৩৫ এ.এম | ০৭ ফেব্রুয়ারী ২০২৫


খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, দেশে প্রতিটি সংকটে যুবদল অগ্রণী ও সাহসি ভূমিকা রেখেছে। পতিত হাসিনা সরকারকে বিদায় করতে রাজপথে যুবদল যে সাহসী ভূমিকা রেখেছে তা দেশের মানুষ মনে রাখবে। মহানগর যুবদল হবে সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। কোন মাদক ব্যবসায়ী, টেন্ডারবাজ ও চাঁদাবাজের জায়গা হবে না। 
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় দলীয় কার্যালয়ের সামনে মহানগর যুবদলের নতুন আহবায়ক কমিটি দেয়ায় বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা এই সংগঠন, নেতৃত্বের ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে কাজ করেছে। আর এখন বাংলাদেশের তরুণ সমাজের আস্থা ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র রক্ষা, গণমানুষের উন্নয়ন, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে নিরলস কাজ করে যাচ্ছে।
নবগঠিত যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, যুবদল, তরুণদের শক্তি এবং তাদের আকাক্সক্ষার প্রতিনিধিত্ব করে। যুবদলের প্রতিষ্ঠা আমাদের দেখিয়েছে, কিভাবে একটি প্রজন্ম ইতিহাস রচনা করতে পারে। আজও যখন আমরা যুবদলের কথা স্মরণ করি, তখন সেই তীব্র আবেগ, সেই দেশপ্রেম ও দায়িত্বশীলতার চেতনা আমাদের মনে জেগে ওঠে। বাংলাদেশের ইতিহাসে যুবদল একটি চিরন্তন প্রেরণার উৎস, যা আজও আমাদের সামনে নতুন উদ্যমে দাঁড়িয়ে থাকার সাহস যোগায়।
নবগঠিত মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল থেকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয় যুবদল।

্রিন্ট

আরও সংবদ