খুলনা | শুক্রবার | ১৪ মার্চ ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১

রূপসায় সন্ত্রাসী হামলায় যুবদল নেতা সুমন আহত

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৪ এ.এম | ০৯ ফেব্রুয়ারী ২০২৫


রূপসায় সন্ত্রাসী হামলায় মাসুম বিল­াহ সুমন (৩৫) নামে নৈহাটী ইউনিয়ন যুবদল নেতা গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার বেলা পৌনে ২টার দিকে উপজেলার বাগমারা গ্রামের মাছ কোম্পানি রোডস্থ রবের মোড়ে এ হামলার ঘটনা ঘটে। আহতকে প্রাথমিকভাবে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার নৈহাটী ইউনিয়নের রূপসার বাগমারা (আদর্শ গলি) গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিনের ছেলে গ্রীল ব্যবসায়ী ও নৈহাটী ইউনিয়ন যুবদলের সদস্য মাসুম বিল­াহ সুমন পেশাগত কাজে শনিবার দুপুরে মাছ কোম্পানি রোড হয়ে বাগমারা বাজারের চাল ব্যবসায়ী খায়রুল ইসলাম খোকনের ভাড়া বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা বাগমারা গ্রামের মৃত আব্দুল গফ্ফার শেখের ছেলে যুবলীগ কর্মী জাহিদুল ইসলাম (৩৮) ও তার ছেলে সিয়াম শেখ যুবদল নেতা মাসুম বিল­াহ সুমনের গতি রোধ করে বেদম মারপিট করতে থাকে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। আহত সুমনকে তাৎক্ষণিকভাবে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 
রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ি ইনচার্জ নকিব ইকবাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

্রিন্ট

আরও সংবদ